ডঃ জাফর ইকবাল স্যারের একটা কোটেশান আছে- "জীবন সহজও না, কঠিনও না। এর অবস্থান আপেক্ষিক। তুমি জীবনকে যেভাবে দেখবে, জীবন ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে।"
স্যারের এই উক্তিটি আমি খুব মানি। তাইতো লাইফের কোন বিষয় নিয়েই সিরিয়াস না। সবকিছু হালকা ভাবেই দেখতে অভ্যস্ত।
পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তবে ইঞ্জিনিয়ারিং টার্মের তেমন কিছুই বুঝি না। কে জানে, হয়ত লেখালেখিতেই ক্যারিয়ার গড়তে পারি।