শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়তে দেখা যায় আমাদের ত্বকে। এ সময় নারী পুরুষ সবারই ত্বকের যত্ন নেয়া প্রয়োজন। ত্বকের যত্ন নেয়ার কথা শুনে অনেকে ঘাবড়ে যেতে পারেন, কিন্তু ব্যাপারটি আসলে তেমন কঠিন কিছু নয়। সাধারণ কিছু বিষয় একটু মেনে চললেই শীতকালে ত্বক সুস্থ রাখা যায়। এই ইনফোগ্রাফিকটির মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরছি ৮টি পরামর্শ যা অনুসরণ করলে শীতে আপনি নিজের ত্বক সতেজ ও সুস্থ রাখতে পারবেন।
শীতে ত্বকের যত্ন নিয়ে আরও পড়ুন
- শীতে পুরুষদের ত্বকের যত্ন
- এই শীতে আপনার ছোট্ট শিশুর ত্বকের যত্ন নিন সঠিকভাবে
- শীতে শুষ্ক হয়ে ঝরে যাচ্ছে হাতের ত্বক? জেনে নিন ঘরোয়া সমাধান
- শীতে পা ফেটে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা নয়, জেনে নিন এর ঘরোয়া প্রতিকার
পরামর্শ.কম এ স্বাস্থ্য ও রূপচর্চা বিভাগে প্রকাশিত লেখাগুলো সংশ্লিষ্ট লেখকের ব্যক্তিগত মতামত ও সাধারণ তথ্যের ভিত্তিতে লিখিত। তাই এসব লেখাকে সরাসরি চিকিৎসা বা স্বাস্থ্য অথবা রূপচর্চা বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শ হিসেবে গণ্য করা যাবে না। স্বাস্থ্য/ রূপচর্চা সংক্রান্ত যেকোন তথ্য কিংবা চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের/বিউটিশিয়ানের শরণাপন্ন হোন।
লেখাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। পরামর্শ.কম এর অন্যান্য প্রকাশনার আপডেট পেতে যোগ দিন ফেইসবুক, টুইটার, গুগল প্লাসে অথবা নিবন্ধন করুন ইমেইলে।