প্রতিদিনের জীবনের নানা সমস্যা বা কাজের চটজলদি সমাধান নিয়ে পরামর্শ.কম এ প্রকাশিত হয় “ডেইলি টিপস”। পাঠকদের সুবিধার্থে সপ্তাহের সবগুলো টিপস একসাথে প্রকাশ করা হলো এ লেখাতে।
১) দরজার কব্জায় মরিচা পড়ে, ফলে খোলা বা বন্ধ করার সময় সৃষ্টি হয় ক্যাঁচ কোঁচ শব্দ যা খুবই বিরক্তিকর। বাসায় থাকা কিছু সাধারণ জিনিস ব্যবহারেই এই শব্দ থেকে মুক্তি পাওয়া যায়।
২) বাসায় রঙ করার পর এর গন্ধ থেকে যায় বেশ কিছুদিন, যা বিভিন্ন সুগন্ধি ব্যবহার করেও দূর করা কঠিন হয়ে পড়ে। আর এই গন্ধটি বেশ অস্বস্তিকরও। জেনে নিন কিভাবে রঙের কটু গন্ধ খুব সহজে দূর করা যায়।
৩) মোবাইল, ল্যাপটপ বা টিভি রিমোট দ্রুত ময়লা হয়ে যায়। এসব ইলেকট্রনিক্স ডিভাইস তরল কোন পরিষ্কারক দিয়ে পরিষ্কার করা নিরাপদ নয়। জেনে নিন কিভাবে তা পরিষ্কার করবেন।
৪) কাঁচ ভেঙ্গে ঘরে ছড়িয়ে গেলে তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ভাঙ্গা কাঁচগুলো মেঝে থেকে সরানোও বেশ কঠিন। জানুন এই কঠিন কাজটি খুব সহজেই কিভাবে করা যায়।
৫) বিভিন্ন কারণে আমাদের ঘরে দুর্গন্ধ হতে পারে। এ দুর্গন্ধ থেকে আপনাকে রক্ষা করবে সাধারণ একটি কাজ।
দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ের উপর আপনারও জানা থাকতে পারে বিভিন্ন টিপস। সেগুলো আমাদের পাঠিয়ে দিন। প্রকাশিত হবে আমাদের ফেসবুক ফ্যান পেইজে আপনারই নামে।
লেখাটি সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। পরামর্শ.কম এর অন্যান্য প্রকাশনার আপডেট পেতে যোগ দিন ফেইসবুক, টুইটার, গুগল প্লাসে অথবা নিবন্ধন করুন ইমেইলে।